
১ লক্ষ পিস ইয়াবা সহ এক মাদককারবারীকে আটক করেছে কোস্ট গার্ড
গোপন সংবাদের ভিত্তিতে ১০ মে ২০২৪ তারিখ রাত ০৩০০ ঘটিকা হতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। রাত শেষ হয়ে সকাল হলেও বাহারছড়া ঘাট হয়ে কক্সবাজারে মাদকের বড় চালান পাচার হওয়ার বিষয়ে পাওয়া সংবাদের কোন ঘটনার দৃষ্টিগোচর না হওয়ায় সকাল ১০.০০ ঘটিকা পর্যন্ত অপেক্ষা করতে তাকে। একপর্যায়ে সাবরাং ইউনিয়নস্থ বাহারছড়া ঘাটে একটি ফিশিং বোট হতে ০১ জন ব্যক্তিকে নামতে দেখে সন্দেহ হওয়ায় কোষ্টগার্ড সদস্যরা তাকে থামতে বললে নেমে যাওয়া ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে এবং বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। কোষ্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি আবুল কালাম (৩৬) কে তল্লাশী করে তার নিকট থাকা একটি হতে ১,০৫,০০০ ( একলক্ষ পাঁচ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।