ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিজয়ী হলেন যারা
জাতীয় সর্বশেষ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিজয়ী হলেন যারা

মে ৮, ২০২৪

ভোটগ্রহণ শেষ হয়েছে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায়। (৮ মে) বুধবার  সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়। রিটার্নিং কর্মকর্তারা ভোট গণনা শেষে রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন । কর্নফুলী টাইমস এর প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার সিতাকুন্ড উপজেলায় চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু, গোলাম মহিউদ্দিন ভাইস চেয়ারম্যান পদে  এবং শাহীনুর আক্তার বিউটি মহিলা ভাইস চেয়ারম্যান পদে  বিজয়ী হয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলার সকল জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আবুল কাশেম ভূঁইয়ার পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই। মাটিরাঙ্গা উপজেলার সকল জনগনকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন

খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলাতে অনুষ্ঠিত চারটি উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলার লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ প্রার্থী চাইথোইঅং মারমা ১২৬ ভোটে এগিয়ে রয়েছে। তবে কেন্দ্র দখলের ঘটনা ঘটায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া স্থগিত থাকায় ফলাফলা ঘোষণা করা হয়নি।

মানিকছড়ি উপজেলা পরিষদে (আনারস) প্রতীক নিয়ে ২২ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বতর্মান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন ।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী (কৈ মাছ) প্রতীক নিয়ে মো. আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান পদে ১৯ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রামগড় উপজেলা পরিষদে (আনারস) প্রতীক নিয়ে ১৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ।

দিনাজপুর

দিনাজপুর জেলার হাকিমপুরে চেয়ারম্যান কামাল হোসেন রাজ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শাহিনুর রহমান ভাইস চেয়ারম্যান এবং পারুল বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলার বিরামপুরে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন পারভেজ কবির চেয়ারম্যান, আতাউর রহমান (চশমা) ভাইস চেয়ারম্যান ও আমেনা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান । 

হবিগঞ্জ

ইকবাল হোসেন খান হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। মোট ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়েছেন তিনি । 

গাজীপুর

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন ১০ হাজার ২০৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন এর কাছে পরাজিত হয়েছেন। 

মাগুরা
মাগুরা সদর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগ সদস্য শরিয়ত উল্লাহ রাজন ও আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক রানা আমির ওসমান ।

চাঁদপুর

অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন । মতলব উত্তর উপজেলায় বিজয়ী হয়েছেন মোহাম্মদ মানিক।

 নাজমা আক্তার আঁখি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শওকত হোসেন বাদল।

রিয়াজউদ্দিন রিয়াজ মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে  নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী।

ফরিদপুর

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে  আনারস প্রতীকে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট।

আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা চরভদ্রাসনে উপজেলায় আনারস প্রতীকে  ১৬ হাজার ১৬  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১০ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নিজামউদ্দিন ।

মধুখালীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান দোয়াত কলম প্রতীকে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফেনী

বুধবার রাত ৮টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা জাতীয় পার্টির (জাপা) সহ-সভাপতি মাকসুদ হোসেন আনারস প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে ৪০ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন কাপ পিরিচ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে  পেয়েছেন ১০ হাজার ৫০৭ ভোট।

মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে আমাম হোসেন মিলু আনারস প্রতীকে ১৭ হাজার ৬৩ ভোট পেয়ে  বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুর

একেএম ইসমাইল হক নড়িয়া উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মামুন শিকদার ভিপি মোস্তফা পেয়েছেন ২০ হাজার ৫২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।  একেএম ইসমাইল হক তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। 

অপরদিকে ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৩১২ ভোট । ৪২ হাজার ৫২৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির মোল্লা পরাজিত হয়েছেন ।

বান্দরবান

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান সদর ও  আলীকদম উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আব্দুল কুদ্দুস সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ১৯ হাজার ১৪৪ ভোট পেয়েছেন। একেএম জাহাঙ্গীর আনারস প্রতীকে  পেয়েছেন ৩ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন।

অন্যদিকে জামাল উদ্দীন আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কালাম আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৫১৬ ভোট পেয়েছেন ।

পিরোজপুর

প্রথম ধাপে বুধবার (৮ মে) ইভিএমে পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান বেসরকা‌রিভা‌বে বিজয়ী‌দের নাম ঘোষণা ক‌রেন।

পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে এসএম বায়জিদ হোসেন, ইন্দুরকানীতে জিয়াউল আহসান গাজী ও  নাজিরপুর উপজেলায় এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এসএম বায়জিদ হোসেন দোয়াত কলম প্রতীকে সদর উপজেলায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিউল হক মিঠু আনারস প্রতীকে ৩ হাজার ৬০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ইন্দুরকানী উপজেলায় জিয়াউল আহসান গাজী আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইজুল কবির দোয়াত কলম প্রতীকে ৭ হাজার ৭৪৩ ভোট পরাজিত হয়েছেন।

নাজিরপুর উপজেলায়  ১৯ হাজার ২৭২ ভোট পেয়ে এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন দোয়াত কলম প্রতীকে বিজয়ী হয়েছেন।

কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে ৬৭ হাজার ৪৮১ ভোট পেয়েছেন।

অরেক উপজেলা কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে ২৫ হাজার ১০১ ভোট জয়ী হয়েছেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৯ হাজার ৫৩৯ ভোট পরাজিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *