
চট্টগ্রামে ছাগলনাইয়া সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের আগ্রাবাদস্থ মানজুমানা প্যালেসে ছাগলনাইয়া সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) আয়োজিত এই মিলনমেলায় ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের নানা স্তরের মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া সমিতির আহ্বায়ক এজিএম জিয়া উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন ইফতার আয়োজন কমিটির সদস্য সচিব আতিকুল আলম মজুমদার। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন মিঝি।
আয়োজকরা জানান, এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং ছাগলনাইয়ার মানুষের এক মিলনমেলা।