সাংবাদিক দীপংকর দাশের বাবার পরলোকগমনে টিসিজেএ’র শোক
সর্বশেষ

সাংবাদিক দীপংকর দাশের বাবার পরলোকগমনে টিসিজেএ’র শোক

মার্চ ১, ২০২৫

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক, ভিডিও জার্নালিস্টস দীপংকর দাশের বাবা মৃদুল কান্তি দাশ আর নেই। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে মারা যান তিনি। হার্ট এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১ মার্চ ২০২৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইকপাড়া চন্ডী বাড়ি পারিবারিক শশ্বানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়।

দীপংকর দাশ বাবু’র বাবা মৃদুল কান্তি দাশের পরলোকগমনে টিসিজেএ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি শফিক আহমেদ সাজীব ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

টিসিজেএ নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *