জাবেদ যাচ্ছেন দক্ষিন কোরিয়ার মূকাভিনয় উৎসবে
সর্বশেষ

জাবেদ যাচ্ছেন দক্ষিন কোরিয়ার মূকাভিনয় উৎসবে

--
মে ২২, ২০২৪

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল’-এ অংশ নিচ্ছেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের তথ্য গবেষণা সম্পাদক, নাট্যতরী থিয়েটারের সভাপতি ও নাট্য নির্দেশক মুহাম্মদ ইকবাল জাবেদ।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ২৪-২৬ মে এই উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে মূকাভিনয় প্রদর্শন করবেন জাভেদ। সিউলের মেয়র ও সে হোন এর আমন্ত্রণে সারা বিশ্বের ১০০ টিরও বেশি দেশ এই উৎসবে অংশ নেবে।

মুহাম্মদ ইকবাল জাবেদ তার প্রাথমিক বিদ্যালয় জীবন থেকেই বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে থিয়েটার চর্চা শুরু করেন। দীর্ঘ এই সময়ে তিনি দেশের বিভিন্ন মঞ্চে মূকাভিনয় ও নাটকে অভিনয়, নাট্য পরিচালনা ও  সফলতার সাথে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি পাঁচটি শিশু নাটক রচনা করেছেন। নাটকগুলো ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুরসহ বিভিন্ন জেলায় একাধিকবার মঞ্চস্থ হয়েছে। বর্তমানে তিনি ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে মূকাভিনয়ে উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত আছেন। নাটক ছাড়াও তিনি দেশ ও বিদেশে সফলভাবে মূকাভিনয় প্রদর্শনী করে যাচ্ছেন। মূকাভিনয়ে তাঁর উল্লেখযোগ্য স্কেচ গুলো হল – ভার্চুয়াল ভাইরাস, রক্তে অর্জিত বাংলা ,  মৌলিক অধিকার। তিনি মূকাভিনয়কে শুধু শৈল্পিক চর্চার মাধ্যম নয় বরং আন্দোলন হিসেবেও দেখেন। সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশের একজন নাগরিক ও শিল্পী হিসেবে যখন কোথাও মাতৃভূমির প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, সেটা একজন ব্যক্তি হিসেবে অবশ্যই গর্বের বিষয়। তিনি আরও বলেন,  মুকাভিনয় ও থিয়েটারের মাধ্যমে দেশের নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে দেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরার  নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *