গাজার গণহত্যা রুখতে মানববন্ধন করেছে হজরত শাহসুফি আমানত খান ফাউন্ডেশন।
ইসলাম ধর্ম সর্বশেষ

গাজার গণহত্যা রুখতে মানববন্ধন করেছে হজরত শাহসুফি আমানত খান ফাউন্ডেশন।

এপ্রি ১৯, ২০২৫

মানবতাকে রক্ষার জন্য বিশ্ববাসী গাজার গণহত্যা রুখতে এক হও এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনির গাজায় সাধারন মানুষের উপড় ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে কুতুবুল আকতাব হজরত শাহসুফি আমানত খান এর আ্ওলাদে পাক ফাউন্ডেশনের এবং শাহ আমানত মাজারের আওলাদের পাকগনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদে সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ বিকেলে চট্টগ্রাম নগরীর শাহ আমানত মাজার এর ময়দানে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন শাহাজাদা সৈয়দ হাবিবুল্লাহ খান মারুফ, শাহাজাদা ফরিদ উদ্দিন আলী খান, শাহাজাদা ইজাজউদ্দিন মো: আজিম খান মোজাদ্দেদী, শাহাজাদা তাহের মিয়া, শাহাজাদা নেয়ামত উল্লাহ, শাহাজাদা সালামত উল্লাহ, মুনিরুল ইসলাম অপু

মানববন্ধন শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আওয়ালাদে পাক মোতোয়াল্লী আলহাজ্ব শাহজাদা এনায়েদ উল্লাহ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *