বৈশ্বিক ইলেকট্রিক বাইক রিভো এখন চট্টগ্রামে
বাণিজ্য সর্বশেষ

বৈশ্বিক ইলেকট্রিক বাইক রিভো এখন চট্টগ্রামে

এপ্রি ১৭, ২০২৫

বৈশ্বিক ইলেকট্রিক বাইক রিভো বন্দর নগরী চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু করেছে। টু-হুইলার ব্র্যান্ডটি নগরীতে তাদের প্রথম শোরুম চালু করেছে। এই শোরুম থেকে গ্রাহকরা বিক্রয়, সার্ভিস, ও স্পেয়ার পার্টস সেবা নিতে পারবেন। আজ বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ৩৩২ শেখ মুজিব সরণিতে নতুন এই শোরুম চালু করে রিভো বাংলাদেশ। নতুন এই শোরুমটি উদ্বোধন করেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি।

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। চট্টগ্রামে আমাদের প্রথম ৩এস বা বিক্রয়, সার্ভিস, ও স্পেয়ার পার্টস শোরুম চালু হওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের ইভি বা ইলেকট্রিক ভেহিকল বিপণনে একটি নতুন অধ্যায় শুরু করছি। এই শোরুম শুধুমাত্র বাইক বিক্রয় নয়, বরং সার্ভিস ও স্পেয়ার পার্টসসহ গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা কেন্দ্র। আমরা চাই, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ পরিবেশবান্ধব যাতায়াত উপভোগ করুক এবং রিভো তার দায়িত্বে অটুট থাকবে।

এদিকে এই শোরুমে রিভোর নতুন মডেল সি৩২, এ১০ ও এ১২ পাওয়া যাবে। থাকছে বিশেষ অফার ও সার্ভিস সুবিধাও। নতুন এই শোরুম চালুর ফলে চট্টগ্রামে ইলেকট্রিক যানবাহনের প্রচলনকে এগিয়ে নেওয়া এবং দেশের সব অঞ্চলে টেকসই যাতায়াতের সুযোগ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *