
চট্টগ্রাম এডিটরস ক্লাবের ‘সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা’ সম্পন্ন
অনলাইন সাংবাদিকতা’ বিষয়ের আলোকে ‘সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করেছে চট্টগ্রাম এডিটরস ক্লাব। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)’র সাবেক উপাচার্য ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এডিটরস ক্লাব’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক দৈনিক পিপলস ভিউ’র প্রকাশক ও সম্পাদক ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থা’র ব্যুরো প্রধান মোঃ শাহ নেওয়াজ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. মোঃ শহিদুল হক, অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মোঃ রাকিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির উপস্থাপক ও সংবাদ পাঠিকা আতিফা আনজুমান, সামসাদ সাত্তার ও শাওন পান্থ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, আপনারা যা পরিবেশন করেন তার একটা প্রকৃতি দাঁড়িয়ে যায় মানুষের মাঝে। আপনি যে সংবাদ পরিবেশন করতে চান আপন মনের দিক থেকে নীতির দিক থেকে, সেই সংবাদ কিছু মানুষের কাছে আপন হয়ে উঠে।
তিনি আরও বলেন, অনেক সময় মনে হয় সংবাদপত্র না পড়লে দিনটা শুরু হতো না। সকালের নাস্তার চেয়ে সংবাদপত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আর সেই জিনিসটা আপনারাই তৈরি করেন। আপনাকে ভালো সাংবাদিক হতে হলে পাঠকের মন জয় করতে হবে।
উদ্বোধকের বক্তব্যে ওসমান গনি বলেন, পরিচয় পর্বের মাধ্যমে জানলাম, এখানে কেউ বড় কোন হাউজের না, কিন্তু গণতন্ত্র বলতে একটা কথা আছে। ছোট ছোট বালু থেকেও বড় কিছু হয়। আপনারা জানেন ব্রিটিশ ভারত থেকে শুরু করে যত আন্দোলনে সংগ্রাম সক্রিয় ছিলেন ছোট ছোট কমিউনিস্ট পার্টি গুলো।
সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।