নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ
জাতীয় সর্বশেষ

নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ

মে ২৬, ২০২৫

দক্ষিণ চট্টগ্রামে এবং বিভিন্ন উপজেলায় স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ মে) দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে
সকালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের আয়োজনে অনুষ্ঠিত পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

বিকেল ৩টা থেকে সমুদ্র সৈকতে ফুটবল প্রতিযোগিতা, ঝুঁড়িতে বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি তাপস দে আকাশ এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী। সংবর্ধিত
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সমাজসেবক নাসির উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম, সেচ্ছাসেবক সেবকদল নেতা সেলিম উদ্দিন,
যুবদল নেতা সাইফুল ইসলাম।

সংগঠনের দপ্তর ও প্রচার সম্পাদক জাবের বিন রহমান আরজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময়ের কক্সবাজার জেলা প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু,গ্লোবাল টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি রহিদুল কবির, বাংলা টিভি’র ব্যুরো অফিসের প্রতিনিধি সুমন চক্রবর্ত্তী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুবেল, চন্দনাইশ প্রেস ক্লাবের সদস্য সচিব সৈকত দাশ ইমন,দৈনিক জনবাণীর চন্দনাইশ প্রতিনিধি আমিনুল ইসলাম টিপু প্রমুখ।

এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোক্তার উদ্দিন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতির সম্পাদক রনি দেব,সদস্য মোঃ তারেক,মোঃ রুবেল,গ্লোবাল টিভি উখিয়া টেকনাফ প্রতিনিধি দিদারুল আলম জিসান,বিজয় টিভি উখিয়া প্রতিনিধি ফরিদুল আলম রনি সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *