
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর বার্ষিক ওরশ শরিফ
চট্টগ্রাম: উপমহাদেশের খ্যাতনামা সুফি সাধক খাজা-এ-বাংলা, গরিবে নেওয়াজ, হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরশ শরিফ চট্টগ্রামের আমানত খান দরগাহ শরিফ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ মে, বুধবার সারাদিনব্যাপী আয়োজিত এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো আশেকে রাসুল, ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
ওরশ উপলক্ষে দরবার শরিফ ও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পবিত্র কোরআন শরিফ খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়। সব কার্যক্রম শরিয়ত সম্মতভাবে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে দরবার শরিফের বড় শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ বলেন, “ওরশ শরিফ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়—এটি মানবতা, ভালোবাসা ও আত্মশুদ্ধির বার্তা বহন করে। আমরা কৃতজ্ঞ, আল্লাহর রহমতে সুন্দরভাবে আয়োজন সম্পন্ন হয়েছে।”
ওরশ উপলক্ষে দরগাহ প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। আগত মেহমানদের জন্য ছিল তবারক বিতরণ ও বিভিন্ন সেবামূলক ব্যবস্থা। আয়োজনে সহযোগিতার জন্য দরবার শরিফ কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, হজরত শাহ সুফি আমানত খান (রহ.) ছিলেন চট্টগ্রাম অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া এক প্রজ্ঞাবান সাধক, যিনি আধ্যাত্মিকতা, মানবিকতা ও সেবামূলক কর্মের মাধ্যমে জনমানসে অমর হয়ে আছেন।