এবারের কোরবানির ঈদে আমদানি করা হবে না গরু
বাণিজ্য সর্বশেষ

এবারের কোরবানির ঈদে আমদানি করা হবে না গরু

মে ৮, ২০২৪

আসন্ন কোরবানির ঈদে পর্যাপ্ত জোগান থাকায় গরু আমদানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘গত বছর (কোরবানির ঈদে) আমাদের ১ কোটি ২৫ লাখ গবাদিপশুর আমদানি করা হয়েছিল। এর মধ্যে ১৯ লাখ অবিক্রীত ছিল। এবার কোরবানির সময় ১ কোটি ৩০ লাখের বেশি গবাদিপশুর মজুদ রাখা হয়েছে। তাই এবার কোরবানির ঈদে গরু আমদানির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রী বলেন, মধ্যস্বস্তভোগীদের অতিরিক্ত লাভের একটা বাড়াবাড়ি থাকে সে জন্যই আমরা সতর্কতার সঙ্গে আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। গবাদিপশুর বাজার যেন অস্থিতিশীল না হয়, দাম যেন সাধারণ মানুষ ক্রয়সীমার মধ্যে থাকে সে বিষয়গুলো নিয়ে প্রস্তুতিমূলকভাবে খামারি ভাইদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের গবাদিপশু আমদানি না করার ব্যাপারে আশ্বস্ত করেছি । গরু আমদানির করার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের নেই। দেশে খামারি ভাইদের উৎপাদিত গবাদিপশুর যতেষ্ট মজুদ আছে, আমাদের মন্ত্রণালয়ের এ বিষয়ে তদারকি বিদ্যমান রয়েছে, সেটিই যথেষ্ট। এই মহুর্তে কোনো সংকট নেই। আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা সবই সঠিকভাবে চলমান আছে।

কোরবানির পশুর গাড়ি যাতায়তের পথে চাঁদাবাজি বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাইলে উত্তরে মন্ত্রী বলেন, কোরবানির আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ঠিক করব, যেন এ জায়গাটি সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, যেন পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাখতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *