আগামী ১০ মে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে চট্টগ্রামজুড়ে চলছে ব্যাপক প্রচারণা।
রাজনীতি সর্বশেষ

আগামী ১০ মে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে চট্টগ্রামজুড়ে চলছে ব্যাপক প্রচারণা।

মে ৭, ২০২৫

আজ ৭ই মে, বুধবার দুপুর ১২টায় নগরের চৈতন্য গলি, রিয়াজউদ্দিন বাজার, বিআরটিসি মার্কেট, স্টেশন রোড ও ফলমন্ডি এলাকায় লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এই প্রচারণায় নেতৃত্ব দেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান। সঙ্গে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মাইনুদ্দিন রাশেদ, সাবেক সহ-প্রচার সম্পাদক জহির আহমেদ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ আবিদ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ এবং এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল অনিকসহ আরও অনেকে।

এসময় আলী মর্তুজা খান বলেন—
“তরুণদের অধিকার আদায়ের লক্ষ্যে এই সমাবেশ গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্টা।”

সমাবেশকে ঘিরে কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *